আমাদের সম্পর্কে

২০১০ সাল থেকে সেই ছোট্ট রুম থেকে যাত্রা শুরু করা Coaching এই প্রতিষ্ঠানে এক যুগেরও বেশি অভিজ্ঞতাকে পুঁজি করে বর্তমানে অফলাইনে/ফিজিক্যালি গুলজার মোড়, চকবাজার, চট্টগ্রাম এবং অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের ফিজিক্স শিখার সহজ সমাধান নিয়ে কাজ করছি। অনলাইনে ফেইসবুক-ইউটিউব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ্য শিক্ষার্থী Coaching এর সাথে যুক্ত রয়েছে। গতবছর এডমিশনে ৩৫০+ শিক্ষার্থী Coaching থেকে দেশের বিভিন্ন সরকারী মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। প্রতিবছর ই এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী সফলতা পাচ্ছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ফিজিক্স প্রাইভেট প্রোগ্রাম এবং ভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্ট এর জন্যে ফিজিক্স প্রাইভেট ব্যাচ এখানে পরিচালিত হচ্ছে। প্রতি সেশনে কয়েক হাজার শিক্ষার্থী Coaching এর প্রিমিয়াম প্রোগ্রামে যুক্ত হয়ে থাকে। দেশের নামকরা সকল কলেজের সেরা শিক্ষার্থীরা Coachingএর সাথে অনলাইনে বা ফিজিক্যালি সংযুক্ত রয়েছে। শহর কিংবা গ্রাম - সকল খানেই আছে 'Coaching অনলাইন' এর স্টুডেন্ট। ফ্রি ক্লাস করে যাচাই করে Coaching এর কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। আবার ক্লাস ভালো না লাগলে রিফান্ড নিয়ে কোর্স ক্যান্সেল এর ও সুযোগ থাকে। তাই যেকোন শিক্ষার্থীর এখানে খুব স্বাধীনভাবেই ভর্তির সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। Coaching অনলাইনের সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

MD SIrajul Islam Robel

-Founder & Director, Coaching

ট্রেড লাইসেন্স : ০০৭৬৭৩ নতুন আপডেট পেতে যুক্ত থাকো

যোগাযোগ

Head Office:

জনপ্রিয় কোর্স

SSLCOMMERZ

স্বত্ব © ২০২০-২০২৩ Coaching কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Powered by Ogrosoft, MASCODERS